শালা, আমি এমন একটা Mindset তৈরি করেছিলাম যে অন্য যাই হোক, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। কিন্তু একদিন কী হলো? শুধু আমার Mindset-এর Unknown Female version দেখে সব অগোছালো হয়ে গেলো। 🤣😂
কখনোই ভাবিনি, আমিও এসব গোলায় যাইতে পারি! যখন বন্ধুরা স্কুলে মেয়েদের সাথে ঢং নিয়ে ব্যস্ত থাকত, তখন আমি ভাবতাম,
“কবে স্কুল ছুটি হবে আর আমি বাড়ি গিয়ে কাজে মন দেব।” 🌡️
“যেই আমি এইসব প্রচণ্ড ঘৃণা করি সেই আমি—শুধু unknown একটা মানসিকতার দেখা পেয়ে পুরো উল্টে গেছি।” 😤🤦
তার মানসিকতা এতটাই চমৎকার, এতটাই আমার সঙ্গে মিলে যায়, যে সবকিছু তালগোল পাকিয়ে গেছে। অথচ বাস্তবতা হলো, সে আমার চেয়ে ৩ বছরের বড়। হয়তো এখনই বিয়ে করে বিদেশেও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে!
এই প্রথম…
এই প্রথম, আমার মনে এমন দাগ কেটে গেছে, যা হয়তো ভুলতে আমার অনেক দিন (1/2 months) লেগে যাবে। “যদি কোনো সাধারণ মেয়ে হত, সহজেই ভুলে যেতে পারতাম। কিন্তু এটা তো আমার মাইন্ডসেটের কপি।”
আমি সবসময় ভাবতাম, আমার মনোযোগ শুধুই নিজের কাজ আর ভবিষ্যৎ নিয়ে থাকব।
তার মানসিকতা, তার চিন্তা-ভাবনা—সবকিছু এতটাই অনুপ্রেরণাদায়ক আর আমার সঙ্গে মিল রেখে চলা, যে এটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
অথচ বাস্তবতা হলো, সে আমার চেয়ে ৩ বছরের বড়। হয়তো সে নিজের জীবনের পথে এগিয়ে যাবে, কিন্তু তার এই প্রভাব আমার জীবনে অনেকদিন (1/2 months) থাকবে।
Post date Jan 13 2025
Last update Jan 31 2025
